মন্তব্য
দেশের কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নাশকতা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে এটাও বলেছেন, মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করা যাবে না। আন্দোলনের নামে মানুষ মেরে নির্বাচন বন্ধ করে ফায়দা লুটবে, এটা এদেশে চলবে না; কখনও মেনে নেওয়া যাবে না।
বড়দিন উপলক্ষ্যে রোববার (২৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, এ দেশে স্বাধীনভাবে সব ধর্মের মানুষ তাদের নিজের ধর্ম পালন করবে। ধর্মকে ব্যবহার করে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না। সবার সমান অধিকার নিশ্চিত হয়- এমন সমাজব্যবস্থা গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য।
বিডি২৪অনলাইন/এন/এমকে