পঞ্চগড়ে হিরোইনসহ দুইজন আটক

পঞ্চগড় প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৩

পঞ্চগড়ে হিরোইনসহ ফিরোজ মাহমুদ ওরফে মোবাইল বাবু (৩১) মো.লাবিব ইসলাম (২৪) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৪ ডিসেম্বর) রাত পৌনে দুইটার দিকে বোদা পৌরসভার থানাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

ফিরোজ মাহমুদ ওরফে মোবাইল বাবু উপজেলার থানাপাড়া এলাকার মৃত নবীর উদ্দিনের ছেলে, লাবিব ঠাকুরগাঁও জেলার ভুল্লি মুন্সিপাড়া এলাকার বিপ্লব সরকারের ছেলে।

পুলিশ জানায়, থানাপাড়ায় রোববার গভীর রাতে ফিরোজ লাবিব হিরোইন বিক্রি করছিল।  গোপনে এ সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময়ে দুই গ্রাম হিরোইনসহ তাদেরকে আটক করা হয়।

বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর