প্রতিযোগিতা বিবেচনায়ও দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো নির্বাচনই না বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তার মতে, এটা ভোটাভুটির খেলা। কারণ নির্বাচনের যে সংজ্ঞা, তার মধ্যেই এটা পড়ে না।
রোববার (২৪ ডিসেম্বর) ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম, ভোটবিডি ওয়েবসাইট সম্পর্কিত অবহিতকরণ সভায় এমন মন্তব্য করেন। ঢাকায় শের-ই-বাংলা নগর থানাধীন আগারগাঁওয়ের আইডিবি ভবনে এ সভা হয়।
এবারের নির্বাচন প্রসঙ্গে সুজন সম্পাদক আরও বলেন, নির্বাচনের যে গ্রামার—বিকল্প থেকে বেছে নেওয়ার সুযোগ, সেটাও এবারের নির্বাচনে নেই। নির্বাচন হতে হলে, গণতন্ত্র হতে হলে শক্তিশালী বিরোধী দল থাকবে। গণতন্ত্র মানে বহুদলীয় গণতন্ত্র।
দেশ এখন ভয়াবহ সাংবিধানিক সংকটের মধ্যে আছে বলেও মনে করছেন বদিউল আলম মজুমদার। তার মতে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ফিরিয়ে আনা দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা অসাংবিধানিক। এদিক দিয়ে বর্তমান সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। আইনের ব্যত্যয় ঘটিয়ে বর্তমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে বলেও অভিযোগ তার। বলেন, নির্বাচন কমিশনের আইনগত বৈধতা প্রশ্নবিদ্ধ হলে তার সব কার্যক্রম, তফসিল ঘোষণা এবং নির্বাচন আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হতে বাধ্য।
বিডি/এন/এমকে