দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের আওয়ামী লীগের প্রার্থী গালিবুর রহমান শরীফ রোববার (২৪ ডিসেম্বর) আটঘরিয়া উপজেলায় নির্বাচনী সভা করেছেন। সভাস্থল পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ নানা শ্রেণী ও পেশার মানুষে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সভায় সভাপতিত্ব করেন মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইন্তাজ আলী খান। বক্তব্য দেন- সভার প্রধান অতিথি গালিবুর রহমান শরীফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র মো. শহিদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম চঞ্চল, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মো. তানভীর ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. আ. গফুর মিয়া প্রমুখ। সভা সঞ্চালনা করেন মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জিন্নাত আলী শেখ। প্রসঙ্গত, গালিবুর রহমান শরীফ সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত সামছুর রহমান শরীফের পুত্র।
বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে