কুস্তিতে হেরেই রীতিকার আত্মহত্যা

১৯ মার্চ ২০২১

কুস্তি প্রতিযোগিতার ফাইনালে হেরে গিয়ে আত্মহত্যা করেছে ভারতের কুস্তিগীর রীতিকা ফোগট। ভারতীয় কুস্তির ইতিহাসে উজ্জ্বল নাম গীতা ও ববিতা ফোগট। তাদেরই চাচাতো বোন রীতিকা। 

মাত্র ১৭ বছর বয়সী এই কুস্তিগীর স্বক্ষেত্রে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল। বৃহস্পতিবার তার আত্মহত্যার খবরে শোক নেমে আসে ভারতের ক্রীড়া মহলে। ভরতপুরে একটি কুস্তি প্রতিযোগিতার ফাইনালে হেরে যাওয়ার পর সে আত্মহত্যা করেছে। 

নিউজবাইট, দ্য ব্রিজ  ও সোশ্যাল টেলিকাস্ট


মন্তব্য
জেলার খবর