চাটমোহরে মাইক্রোবাসের চাপায় শিশু শিক্ষার্থী নিহত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৩

পাবনার চাটমোহরে মাইক্রোবাসের চাপায় ৫ বয়সী এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার পরে কুকড়াগাড়ি এলাকায় চাটমোহর-ছাইকোলা সড়কে দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আফিয়া খাতুন। সে কুকড়াগাড়ি গ্রামের বাসিন্দা শামীম হোসেনের মেয়ে। চলনবিলের বিশেষ নৌকা স্কুলে প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল সে।

এলাকাবাসী জানায়, নিজের বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল আফিয়া। এমন সময় মাইক্রোবাসটি তাকে চাপা দেয়। গুরুতর আহত আফিয়াকে দ্রুত চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় এলাকাবাসী চালকসহ গাড়িটি  আটক করে। মাইক্রোবাসটি ছাইকোলা থেকে চাটমোহরের দিকে যাচ্ছিল।

চাটমোহর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিডি২৪অনলাইন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর