দেশে প্রয়োজন প্রায় দুই থেকে আড়াই লাখ ডাক্তার। সেখানে আছে মাত্র এক লাখ ডাক্তার। শুধু ডাক্তারই নয়, সঙ্গে আছে নার্স সঙ্কট। এতে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।
ডাক্তার ও নার্স সঙ্কটের কথা জানিয়েছেন খোদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রোববার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে বিষয়টি জানান তিনি।
জাহিদ মালেক বলেন, যারা আছে তাদের কোয়ালিটি ইম্প্রুভ; মান ইম্প্রুভ পর্যায়ক্রমে হচ্ছে। তারপরও কোয়ালিটি যারা বজায় রাখতে পারছেন না, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না। বিভিন্ন রকমের নোটিশ দেওয়া হচ্ছে, কঠিন শাস্তিও দেওয়া হচ্ছে। সেদিকে যথেষ্ট সজাগ রয়েছি আমরা।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন বেসরকারি মেডিকেল কলেজে কোনো অনিয়ম করার খুব একটা সুযোগ নেই। এখন মেধা অনুযায়ী ভর্তি করা হয়। এ বিষয়ে ডিজি অফিস, মন্ত্রণালয় তদারকি করে। তাছাড়া এ মেডিকেল কলেজগুলো অনেক মানসম্পন্ন হয়ে গেছে। তারপরও যারা ভালো চালায় না, চালাতে পারে না, বিভিন্ন রকমের ঘাটতি রয়েছে- তাদেরকে বারবার তাগিদ দেই। ঘাটতি পূরণ না করতে পারলে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়। ইতোমধ্যে এমন ৫-৬টি মেডিকেল কলেজ প্রায় বন্ধ হয়ে গেছে বলেও জানান মন্ত্রী।
বিডি/এন/এমকে