মন্তব্য
২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত মোট ৫৭ দিনে দেশে বিভিন্ন ধরণের ২৮৫টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
এ সময়ে ১৩ দফায় হরতাল-অবরোধ ডাকা হয়েছে। অবরোধ-হরতাল চলাকালে, শুরুর আগের রাতে এসব যানবাহনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবি আদায়ে এ রাজনৈতিক কর্মসূচি দিয়েছে বিএনপিসহ সমমনা বেশ কয়েকটি দল।
আনোয়ারুল ইসলাম বলেন, অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে ট্রাক ৪৫টি, কাভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৯টি রয়েছে। এছাড়া ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় আগুনে।
বিডি/এন/এমকে