৫৭ দিনে দেশে ২৮৫টি যানবাহনে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর ২০২৩

২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত মোট ৫৭ দিনে দেশে বিভিন্ন ধরণের ২৮৫টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম তথ্য জানান।

এ সময়ে ১৩ দফায় হরতাল-অবরোধ ডাকা হয়েছে। অবরোধ-হরতাল চলাকালে, শুরুর আগের রাতে এসব যানবাহনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবি আদায়ে এ রাজনৈতিক কর্মসূচি দিয়েছে বিএনপিসহ সমমনা বেশ কয়েকটি দল।

আনোয়ারুল ইসলাম বলেন, অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে ট্রাক ৪৫টি, কাভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি অন্যান্য গাড়ি ২৯টি রয়েছে। এছাড়া ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় আগুনে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর