যুক্তরাষ্ট্রের অভিযোগ সরাসরি নাকচ তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৩

লোহিত সাগরে ৭ অক্টোবরের পর থেকে পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১০টি বাণিজ্যিক জাহাজে ১০০টির বেশি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী। এসব হামলায় হুতিদের তেহরান সাহায্য করছে, যুক্তরাষ্ট্রের এ অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি।

বার্তা সংস্থা মেহর নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি। আলী বাকেরি বলেন, হুতিরা নিজস্ব সিদ্ধান্ত সামর্থ্য দিয়ে হামলা চালাচ্ছে। খবর পার্সটুডের।

যুক্তরাষ্ট্রের দাবি, অক্টোবরের পর থেকে পর্যন্ত জাহাজে হামলা চালানোর পাশাপাশি ইয়েমেনের সেনাবাহিনী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতেও হামলা চালাচ্ছে।

মার্কিন সরকার ইসরায়েলের দাবি, কোন কোন জাহাজে হামলা চালাতে হবে, তার গোয়েন্দা তথ্য সরবরাহের পাশাপাশি হুতিদের অস্ত্রও দিয়েছে ইরান।

হামলায় হুতিদের সাহায্য করার এ দাবি নাকচ করে দিয়ে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল প্রতিরোধ আন্দোলনগুলোর হাতে মার খাচ্ছে।

এর আগে ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ফাখরি জানিয়েছিলেন, লোহিত সাগর ভূমধ্যসাগরের পাশাপাশি মহাসাগরগুলোতে যুদ্ধজাহাজসহ যুক্তরাষ্ট্রের সব ধরনের নৌযানের চলাচল স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করছে ইরান।

বিডি২৪অনলাইন/আইডি/এমকে


মন্তব্য
জেলার খবর