জানুয়ারি মাসেই একসঙ্গে মাঠে নামছেন মেসি-সুয়ারেজ জুটি

নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৩

আয়াক্স, লিভাপুলে নিজের জাত চিনিয়েছেন উরুগুয়ে ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। বার্সেলোনায় যোগ দিয়ে মেসি এবং নেইমারের সঙ্গে গড়েছেন বিখ্যাত এমএসএন ট্রয়ী। এরপর অ্যাটলেটিকো মাদ্রিদের পর ইউরোপের পাঠ চুকিয়ে খেলেছেন ব্রাজিলের গ্রেমিওতে। পড়ন্ত বেলায় গেছেন যুক্তরাষ্ট্রে। যেখানে যুক্ত হচ্ছেন মেসির সঙ্গে।

সুয়ারেজ এবং ইন্টার মায়ামির মধ্যে চুক্তির খবরটা বেশ পুরোনো। ভক্তদের এখন চোখ কবে কোথায় দেখা যাবে মেসি আর সুয়ারেজ বন্ধনের নতুন অধ্যায়। এমএলএসের মৌসুম বিবেচনায় প্রায় তিন মাস আগেই সুয়ারেজকে দলে টেনেছে মায়ামি। যদিও মায়ামির গোলাপি জার্সিতে সুয়ারেজকে দেখতে এমএলএস মৌসুম অবধি অপেক্ষা করতে হবে না ভক্তদের। আগামী জানুয়ারি মাসেই দেখা যাবে সুয়ারেজকে।

সবকিছু ঠিকঠাক থাকলে ২৯ জানুয়ারি আল-হিলালের বিপক্ষে সৌদি আরবের মাঠে নামতে পারেন মেসি এবং সুয়ারেজ। ক্লাবেই আছেন এমএসএন ট্রয়ীর বাকি সদস্য নেইমার। তবে লম্বা ইনজুরির কারণে সেই ম্যাচে খেলবেন না তিনি।

এ ম্যাচের পর পহেলা ফেব্রুয়ারি ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসরের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। সেখানেও একবার মেসি-রোনালদো দ্বৈরথ দেখার অপেক্ষায় থাকবে ফুটবল দুনিয়া। মেসির সাবেক ক্লাব নিউওয়েজ ওল্ড বয়েজের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রাক-মৌসুম শেষ করবে দলটি। 

এমএলএস মৌসুমে ইন্টার মায়ামির প্রথম ম্যাচ আগামী ২২ ফেব্রুয়ারি। রিয়েল সল্ট লেকের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের নতুন মৌসুম।

বিডি২৪অনলাইন/এস/এমকে

জেএ


মন্তব্য
জেলার খবর