পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী নৌকার বিপক্ষে নির্বাচন করছেন তাদের পা ভেঙে দেওয়া হবে। এ হুমকি দিয়েছেন ওই ইউনিয়ের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা নুরুজ্জামান নুরু। তার হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এনিয়ে জেলা জুড়ে সমালোচনা চলছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার সময় এ হুমকি দেন। রোববার (২৪ ডিসেম্বর) রাতে অমরখানা ইউনিয়নের কাজিরহাট বাজারে এ সভা হয়।
নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে নুরু বলেন, যারা নৌকাকে ব্যবহার করে দীর্ঘ দিন চলেছে, এখন নৌকার বিরোধীতা করে, এদেরকে চিহ্নিত করে রাখা হবে৷ ৭ তারিখের পরে এসব লোককে নৌকার আশেপাশে দেখলে প্রয়োজন বোধে তাদের ঠাঙ ভেঙে দেওয়া হবে। এদেরকে খন্দকার মোস্তাক বলা হয়।
স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট বলেন, চেয়ারম্যানের প্রকাশ্যে দেওয়া এ হুমকিতে আচরনবিধি লঙ্ঘন হয়েছে। আমি আশা করি রিটার্নিং অফিসার এর যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন৷
বিডি২৪অনলাইন/ সম্রাট হোসাইন/সি/এমকে