নির্বাচন উপলক্ষে সুনির্দিষ্ট ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৩

নির্বাচন উপলক্ষে কোনও সুনির্দিষ্ট ঝুঁকি নেই, নাশকতা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। সোমবার (২৫ ডিসেম্বর) ঢাকার দুই সিটি করপোরেশনের কাউন্সিলরদের সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টি জানান।

কাউন্সিলরদের কাছ থেকে কোনও ঝুঁকি কিংবা নাশকতার তথ্য পেয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে এ উত্তর দেন ডিএমপি কমিশনা।

হাবিবুর রহমান জানান, ভোট দেওয়া বা না দেওয়া গণতান্ত্রিক অধিকার। কিন্তু ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়। ভোট ঠেকাতে যারা আসে তাদের অপতৎপরতা প্রতিহত করা প্রতিটি নাগরিক জনপ্রতিনিধির সাংবিধানিক দায়িত্ব।

কাউন্সিলররা জানিয়েছেন, তাদের এলাকার লোকজন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন, বলেন ডিএমপি কমিশনা।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর