নির্বাচন উপলক্ষে কোনও সুনির্দিষ্ট ঝুঁকি নেই, নাশকতা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। সোমবার (২৫ ডিসেম্বর) ঢাকার দুই সিটি করপোরেশনের কাউন্সিলরদের সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টি জানান।
কাউন্সিলরদের কাছ থেকে কোনও ঝুঁকি কিংবা নাশকতার তথ্য পেয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে এ উত্তর দেন ডিএমপি কমিশনা।
হাবিবুর রহমান জানান, ভোট দেওয়া বা না দেওয়া গণতান্ত্রিক অধিকার। কিন্তু ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়। ভোট ঠেকাতে যারা আসে তাদের অপতৎপরতা প্রতিহত করা প্রতিটি নাগরিক ও জনপ্রতিনিধির সাংবিধানিক দায়িত্ব।
কাউন্সিলররা জানিয়েছেন, তাদের এলাকার লোকজন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন, বলেন ডিএমপি কমিশনা।
বিডি২৪অনলাইন/এন/এমকে