নির্বাচনের কারণে পেছাচ্ছে বাণিজ্যমেলা

নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০২৪ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা নির্ধারিত সময়ে হচ্ছে না এবার। ১৫ জানুয়ারি মেলা শুরুর সম্ভাব্য তারিখ ধরে মেলা আয়োজনে প্রস্তুতি নিচ্ছেন মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। ইতোমধ্যে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর নামে স্টল বরাদ্দ দেওয়ার কাজ ৯০ শতাংশই শেষ হয়েছে।

মেলা শুরুর চুড়ান্ত তারিখ নির্ভর করছে নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন সরকারের মন্ত্রিসভার ওপর। মেলা দেরিতে শুরু হলেও চলবে পুরো এক মাস। ইপিবি সচিব বিবেক সরকার সোমবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

দেশীয় পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন হচ্ছে এ বাণিজ্যমেলা। দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশের পণ্য পাওয়া যায়।

১৯৯৫ সাল থেকে ঢাকায় রেওয়াজ করে বছরের প্রথম দিন ( জানুয়ারি) এ মেলা শুরু হয়। ২০২২ সালের আগে অবধি ঢাকার শেরেবাংলা নগরে বাণিজ্যমেলা হতো তবে। ২০২২ সালে মেলার ভেন্যু পরিবর্তন করে নেওয়া হয় পূর্বাচলে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর