জেলা পর্যায়ে ব্যালট পেপার পাঠানো শুরু

নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে সোমবার (২৫ ডিসেম্বর)। নিরাপত্তার মধ্য দিয়ে প্রথম ধাপে ১৩টি জেলার ৫২টি আসনের জন্য ব্যালট পেপারসহ নির্বাচন সংক্রান্ত উপকরণ পাঠানো হচ্ছে। সিনিয়র সহকারী নির্বাচন কমিশন সচিব মো. শাহজালাল সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

অন্যান্য জেলায় ব্যালট কবে পাঠানো হবে, সেটা নির্বাচন কমিশন (ইসি) জানাবে বলে জানান মো. শাহজালাল। এবার ভৌগোলিকভাবে দূরবর্তী এলাকাগুলোতে আগে ব্যালট পেপার পৌঁছানোর পদক্ষেপ নিয়েছে কমিশন।

তেজগাঁওয়ের গভমেন্ট প্রিন্টিং প্রেস থেকে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী জেলায় পাঠাবে ইসি। ব্যালট পেপারসহ নির্বাচনী উপকরণ জেলা প্রশাসকের ট্রেজারিতে ভোটের দিন ভোর পর্যন্ত পুলিশি নিরাপত্তায় থাকবে। তারপর ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যালট মুদ্রণ শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির। আসনভিত্তিক ভোটার সংখ্যার সমান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম প্রতীকসহ ব্যালট পেপার ছাপিয়ে থাকে ইসি। এবার ৩০০ আসনে ১১ কোটি ৯৬ লাখের বেশি ভোটার রয়েছে।

প্রথম ধাপের ব্যালট পাঠানোর জেলাগুলো হচ্ছে- পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, রাঙ্গামাটি, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, ভোলা বরগুনা, পটুয়াখালী নেত্রকোনা।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর