দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন ক্রমেই এগিয়ে আসছে। নির্বাচনী মাঠে পুরোদমে চলছে প্রচার-প্রচারণা। প্রচার-প্রচারণা চালানোকালে লঙ্ঘন হচ্ছে নির্বাচন সংক্রান্ত নির্বাচন কমিশন (ইসি) প্রদত্ত আচরণবিধি। বসে নেই ইসি। এক একের পর এক শোকজ, তলব করা হচ্ছে। এমনকি মামলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কোনো কোনো প্রার্থীর বিরুদ্ধে। তারপরও ঠেকানো যাচ্ছে না আচরণবিধি লঙ্ঘন। এ অবস্থায় প্রচলিত বিধিবিধানের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে প্রার্থীদের আচরণবিধি প্রতিপালনে বাধ্য করতে হবে বলে মনে করছেন অনেকেই।
জানা গেছে, বেশি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীদের প্রচার-প্রচারণার ক্ষেত্রে। প্রতিদিনই আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২০৮ জন প্রার্থীকে শোকজ করেছে ইসি। শোকজের এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইসির আইন শাখার যুগ্মসচিব মাহবুবার রহমান সরকার।
জানা গেছে, আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করার ক্ষমতা হাতে আছে ইসির। যদিও প্রার্থীতা বাতিলের পথে এগোয় না সংশ্লিষ্টরা। কেননা নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করলে আদালতের মাধ্যমে প্রার্থিতা ফিরিয়ে পাওয়ার সুযোগ থাকে। আর মামলা হলে দীর্ঘসূত্রিতার কারণে অনেকটা স্বস্তিতেই থাকেন প্রার্থীরা।
জানা গেছে, ঝিনাইদহ-১ আসনের প্রার্থী আব্দুল হাই এবং চট্টগ্রাম-১৬ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দিয়েছে কমিশন। তারা দু’জনই আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি। ওদিকে বরগুনা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ব্যক্তিগতভাবে কৈফিয়তের জন্য ইসি তলব করেছে। কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও এমপি আ ক ম বাহাউদ্দীন বাহারের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। এর আগে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে ৩টি কারণ দর্শানোর নোটিশ দেয় বিচার বিভাগী নির্বাচনী অনুসন্ধান কমিটি। ওদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে আচরণ বিধির বিষয়ে শোকজ করেছে অনুসন্ধান কমিটি। এছাড়া শোকজের তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে নাম উঠেছে, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ, সঙ্গীত শিল্পী মমতাজ বেগম, খেলোয়ার সাকিব আল হাসান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার। অভিযোগ উঠেছে, কিছু কিছু এলাকায় ফৌজদারি অপরাধের মতো হয়ে যাচ্ছে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা।
বিডি২৪অনলাইন/এন/এমকে