শীতার্তদের ত্রাণ বিতরণে প্রার্থীরা উপস্থিত থাকতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৩

চলামান শীত মৌসুম কেন্দ্র করে দরিদ্র ও দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে দলীয় বা স্বতন্ত্র কোনো প্রার্থী উপস্থিত থাকতে পারবেন না। তাছাড়া ৩১ ডিসেম্বরের মধ্যে  বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে হবে রেড ক্রিসেন্ট সোসাইটিকে।

সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ অনুসরণপূর্বক ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ না নেওয়ার কথা বলা হয়েছে প্রার্থীদের।

ইসি জানায়, চলমান শীতে রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের ৬৮ ইউনিটের মাধ্যমে প্রায় ৪০ হাজার কম্বল বিতরণ করবে বলে জানা গেছে। তাদের কার্যক্রম ৩১ ডিসেম্বর মধ্যে সম্পন্ন করার বিষয়ে সম্মতি দিয়েছে কমিশন।

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর