আচরণবিধি লঙ্ঘন করায় চাটমোহরে জামাই-শ্বশুরকে শোকজ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় পাবনার চাটমোহরে জামাই-শ্বশুরকে শোকজ করা হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) তাদের কাছে আলাদাভাবে শোকজ সংক্রান্ত দাফতরিক চিঠি দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি পাবনা- এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং যুগ্ম জেলা দায়রা জজ মো. তাজউল ইসলাম।  

শোকজের চিঠিপ্রাপ্তরা হলেন- অমৃতকুন্ডা গ্রামের বাসিন্দা ফুরকান আলী বিশ্বাস তার শ্বশুর একই গ্রামের এস এম আলম বাবলু। আচরণবিধি লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে তাদের কাছে ব্যাখা চাওয়া হয়েছে চিঠিতে। ২৬ ডিসেম্বর সকালে স্বশরীরে উপস্থিত হয়ে নিজে বা প্রতিনিধির মাধ্যমে কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাদের।

তারা কিভাবে আচরণবিধি লঙ্ঘন করেছেন, সেটাও চিঠিটিতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ২২ ডিসেম্বর রাতে তারা দু’জনসহ অজ্ঞাতনামা কয়েকজন নৌকা প্রতিকের সমর্থক হিসেবে রেলবাজার এলাকায় পাবনা-০৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টারের ট্রাক প্রতিকের পোস্টার ছিঁড়ে ফেলেন। এ নিয়ে বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে সাংবাদিক আব্দুল লতিফ রঞ্জুর বাসার গেটে এসে তাকে গালিগালাজসহ তার বাসায় ভাঙচুরের চেষ্টা চালান। তার দোকানের সাটার ও দোকানের সামনের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন। সেই সঙ্গে তাকে প্রাণনাশের হুমকি দেন। এরপর দিন দুপুরে একই এলাকায় ট্রাক প্রতিকের নির্বাচনী অফিস ভাঙচুর করেন ও পোস্টার ছিঁড়ে ফেলেন তারা এ সংক্রান্ত খবর গণমাধ্যমে এসেছে, এটা নির্বাচনপূর্ব একটি অনিয়ম। তাদের এ কর্মকান্ডের দ্বারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১১ এর () বিধি লঙ্ঘিত হয়েছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর