দক্ষিণ আফ্রিকায় ইতিহাস বদলাতে চায় ভারত

নিজস্ব প্রতিবেদক
২৬ ডিসেম্বর ২০২৩

দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে সোমবার (২৬ ডিসম্বর) শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। ইতিহাস বলছে, এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি টিম ইন্ডিয়া। তাই এবার সে ইতিহাস বদলাতে চায় তারা। ওদিকে, ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জয়ের অনন্য রেকর্ড ভাঙতে দিতে চায় না প্রোটিয়ারা।

টেস্ট ফরমেটে দক্ষিণ আফ্রিকার মাটিতে ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত সিরিজ খেলেছে টিম ইন্ডিয়া। ২০১০ সালে তিন ম্যাচের সিরিজ - সমতায় শেষ করলেও এখনো জয়ের দেখা পায়নি ভারত। ২০২১ সালে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ পেয়েছিল ভারত। সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে ১১৩ রানে জিতেছিল ভারত। কিন্তু জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টে উইকেটে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে।

ঘরের মাঠে ভারতের বিপক্ষে অন্যন্য রেকর্ড ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। তিনি বলেন, “অনন্য রেকর্ড ধরে রাখতে পারাটা গর্বের বিষয় হবে। সিরিজ জিততে ভারতও আত্মবিশ্বাসী থাকবে। জন্য আমাদের সেরা পারফরমেন্স করতে হবে।

ওদিকে সিরিজ প্রসঙ্গে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, এবার দুই ম্যাচই জিততে চাই। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে চাই।

ভারত স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএস ভারত, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, মোহম্মদ সিরাজ, মুকেশ কুমার, অভিমান্যু ঈশ্বরন প্রসিধ কৃষ্ণা।

 

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড

টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েতজি, টনি ডি জর্জি, ডিন এলগার, মার্কো জানসেন, কেশভ মহারাজ, আইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস কাইল ভেরেইনে।

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর