পাবনার আটঘরিয়া উপজেলায় আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের এক নেতাকে হাতুড়িপেটা করা হয়েছে। এতে তার হাত ও পাঁ ভেঙে গেছে। ঘটনা ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ ডিসেম্বর) রাতে মতিঝিল বাজারের আক্কাস আলী রাইস মিল এলাকায়।
ভুক্তভোগীর নাম রুহুল আমিন। তিনি উপজেলার দেবোত্তর ইউনিয়নে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য। অভিযোগ, বিএনপির স্থানীয় নেতা আহেদ আলী গং তাকে হাতুড়িপেটা করেন।
হাসপাতাল ও ভুক্তভোগীর পারিবারিক সুত্রে জানা গেছে, ঘটনার আগে রুহুল আমিন মতিঝিল বাজার থেকে মোটরসাইকেলে গোরুড়ী বাজারে যাচ্ছিলেন।পথে আগে থেকে ওৎ পেতে থাকা ১৫-২০ জন লোক তার গতিরোধ করে। এরপর ধারালো অস্ত্র, হাতুড়ি দিয়ে মারপিট করে চলে যায়। পরে স্থানীয় লোকজন গুরুত্বর আহত তাকে দ্রুত আটঘরিয়া হাসপাতালে পাঠায়।
আটঘরিয়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) হাদিউল ইসলাম বলেন, শুনেছি রুহুল মেম্বার মোটরসাইকেলে গোরুড়ী বাজারে যাচ্ছিলেন। কে বা কারা পূর্ব পরিকল্পিতভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ও পা ভেঙে দিয়েছে তার। এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে