দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ৩ জানুয়ারি নির্বাচনী মাঠে নামবে সশস্ত্র বাহিনী। ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন তারা। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে তারা। রোববার (২৪ ডিসেম্বর) সশস্ত্র বাহিনী বিভাগের এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে ১৮ ডিসেম্বর ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল, ২৯ ডিসেম্বর থেকে সশস্ত্র বাহিনী নির্বাচনী মাঠে তাদের দায়িত্ব পালন করবে। তখন বলা হয়েছিল ১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী। কিন্তু সশস্ত্র বাহিনীর চিঠির হিসাবে ৮ দিন নির্বাচনী মাঠে থাকবে তারা।
ইসি জানায়, ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত দেশের সবগুলো আসনে সশস্ত্র বাহিনী নিয়োগের আদেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।
সশস্ত্র বাহিনীর নিয়োজিত দলগুলো ফৌজদারি কার্যবিধি ও অন্যান্য আইনি বিধান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারি করা ইন্সট্রাকশন রিগার্ডিং এইড টু দ্যা সিভিল পাওয়ারের ৭ম ও ১০ম অনুচ্ছেদের বিধান অনুযায়ী পরিচালিত হবে। মোতায়েন করা সশস্ত্র বাহিনী নির্বাচনী কাজে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বেসামরিক প্রশাসনকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে