শেখ হাসিনার ইচ্ছাকে সার্থক করতে হবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
২৬ ডিসেম্বর ২০২৩

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিকার অর্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, তার ইচ্ছাকে সার্থক করতে হবে। এবারের নির্বাচন আমরা ভালোভাবে করতে চাই, নির্বাচন নিয়ে বদনাম নিতে চাই না।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন। কেন্দ্রে পোলিং এজেন্টদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের মনে করেন পোলিং এজেন্টরাই অনেক সময় আকামের হোতা হয়। জানান, দলের প্রতি অতি দরদ দেখাতে গিয়ে নির্বাচনের শৃঙ্খলা হুমকিতে ফেলে তারা। দলে সুনাম যাতে থাকে, এমন দায়িত্বশীল এজেন্ট আমাদের দরকার।  তারা ভোট দিতে সাহায্য করবেন। কিন্তু ভোট কাকে দেবে, সেই নিয়ে প্রভাবিত করবেন না। নিয়মকানুন মেনে দায়িত্ব পালন করতে হবে তাদের।

নির্বাচনী পরিবশে বজায় রাখতে প্রার্থীসহ দলের নেতাকর্মীদের উদ্দেশ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পরিবেশ বজায় রাখতে হবে। অসুস্থ পরিবেশ যারা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখানে হেলাফেলা চলবে না।  তিনি বলেন, জনগণকে ভোটটের সুযোগ করে দিতে হবে। তাদের জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। ব্যাপারে যারা বাধা দেবে, সেই বাধা প্রতিহত করতে হবে।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর