বছরে এক কোটির বেশি আয় ১৬৪ প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক
২৬ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেআওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ১ হাজার ৮৯৬ জন‌‌ প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ১৬৪ প্রার্থীর বছরে আয় এক কোটি টাকার বেশি। আর কোটিপতি প্রার্থীর সংখ্যা ৪৮০ জন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ঢাকার ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। নবম থেকে শুরু করে দ্বাদশসংসদ নির্বাচনে নির্বাচনে কমিশনে দেওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে সব তথ্য জানায় সংস্থাটি।

সংবাদ সম্মেলেনে আরও জানানো হয়, এবারের নির্বাচনে ১০০ কোটি টাকার বেশি মূল্যের সম্পদ রয়েছে ১৮ প্রার্থীর। এক কোটি টাকাও নেই এমন প্রার্থী ৭২ দশমিক ০৯ শতাংশ।

মোট প্রার্থীর ১৮ শতাংশ স্বতন্ত্র। বাকিরা দলীয় প্রার্থী। ৫৭ শতাংশের মূল পেশা ব্যবসা। ১০ কোটি টাকার বেশি আছে এমন প্রার্থী দশমিক ৬২ শতাংশ। ৫০ কোটি টাকার বেশি আছে দশমিক ০৭ শতাংশ।  কোটিপতি প্রার্থীর মধ্যে ২৩৫ জন আওয়ামী লীগের, ১৬৩ জন স্বতন্ত্র, ৪৭ জন জাপা, ১৭ জন জেপি, জন জাসদ, জন তৃণমূল বিএনপি, জন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর