গুরুতর কিছু করলে প্রার্থীতা বাতিল করবো: সিইসি

নিজস্ব প্রতিবেদক
২৬ ডিসেম্বর ২০২৩

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা হুট করে প্রার্থীতা বাতিল করতে পারি না। নিশ্চিত হতে চাই, অসদাচারণ করেছেন। কোনো সাক্ষী থাকলে তার ভিত্তিতে প্রার্থীতা বাতিল করতে পারবে কমিশন। তবে কেউ গুরুতর কিছু করলে প্রার্থীতা বাতিল করব আমরা।

দেশের বিভিন্নস্থানে নির্বাচনী সহিংসতা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চট্রগ্রাম নগরীর আইস ফ্যাক্টরি রোডে পিটিআই মিলনায়তনে নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

সিইসি আরও বলেন, কম-বেশি সহিংসতা হচ্ছে। নির্বাচন কমিশনও থেমে নেই। কমিশনের ডেলিগেট দেওয়া আছে স্থানীয়ভাবে। রিটার্নিং কর্মকর্তা, পুলিশ তারা ব্যবস্থা নিচ্ছে নেবে। তারাও ব্যবস্থা নিতে না পারলে কমিশনের কাছে রেফার করতে পারেন। অসংখ্যা লোককে গ্রেফতার করা হয়েছে। তারপরও সহিংসতা অব্যাহতভাবে ঘটলে প্রার্থিতা বাতিল করব কি না, সেটা ভেবে দেখখে ইসি। তবে এখন পর্যন্ত প্রার্থীতা বাতিল করা হয়নি বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর