দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের চাটমোহর উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে মঙ্গলবার (২৬ ডিসেম্বর)। নতুনবাজার এলাকায় সরকারি রাজা চন্দ্র নাথ ও বাবু শুম্ভু নাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দু’দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম চলছে সকাল থেকে বিকাল পর্যন্ত।
এদিকে এ উপলক্ষ্যে বিদ্যালয়টিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মো. রেদুয়ানুল হালিম। বক্তব্য দেন- প্রধান অতিথি রিটার্নিং অফিসার ও পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, বিশেষ অতিথি পাবনা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী ও পাবনা জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন, সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) মো. হাবিবুল ইসলাম, চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা ও উপজেলা নির্বাচন অফিসার মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।
বিডি২৪অনলাইন/সি/এমকে