এ মুহূর্তে বাংলাদেশ এক ক্রান্তিকালে দাঁড়িয়ে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে শামিল হতে যাচ্ছে দেশ। এ উত্তরণ একদিকে সম্মানের, আরেকদিকে চ্যালেঞ্জেরও। ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারকে এ চ্যালেঞ্জ গ্রহণের সক্ষমতা থাকতে হবে।
বুধবার (২৭ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ অনুষ্ঠান হয়।
একমাত্র আওয়ামী লীগই ওই চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে বলে মনে করেন শেখ হাসিনা। তাই দেশবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, আপনারা আমাদের ( নৌকা প্রতিকে) ভোট দিন। আমরা আপনাদের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি দেব।
সরকার পরিচালনা করতে গিয়ে সব সময় শতভাগ সফল হয়েছেন, এমনটা মনে করেন না শেখ হাসিনা। বলেন, আন্তরিকতা ও নিষ্ঠা থাকা সত্ত্বেও সরকার পরিচালনা করতে গিয়ে সব সময় আমরা শতভাগ সফল হয়েছি, এমন দাবি করব না। তবে, আওয়ামী লীগ কথামালার রাজনীতিতে বিশ্বাসী নয়। যা বলে তা বাস্তবায়ন করে।
১৫ বছরে সরকার পরিচালনার পথ-পরিক্রমায় থাকা ভুলক্রটির জন্য ক্ষমা প্রত্যাশা করেছেন শেখ হাসিনা। দেশবাসীর উদ্দেশ্যে বলেন, যা কিছু ভুলত্রুটি তার দায়ভার আমাদের। সাফল্যের কৃতিত্ব আপনাদের। ভুলত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা দিচ্ছি, অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আপনাদের প্রত্যাশা অনুযায়ী ভবিষ্যৎ কর্মকাণ্ড পরিচালনা করব আমরা।
বিডি২৪অনলাইন/এন/এমকে