দেশে গত ছয় বছরের ব্যবধানে দারিদ্র্যের হার কমেছে ৫.৬ শতাংশ। হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেনডিচার সার্ভে (এইচআইইএস) - এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) ঢাকার আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রকল্প পরিচালক মহিউদ্দিন আহমেদ জানান, ২০২২ সালে উচ্চ দারিদ্র্য রেখা ব্যবহার করে হেডকাউন্ট রেট জাতীয় পর্যায়ে হয়েছে ১৮.৭ শতাংশ। এটা পল্লী এলাকায় ২০.৫ শতাংশ আর শহরাঞ্চলে ১৪.৭ শতাংশ। তিনি জানান, ২০১৬ সালে জাতীয় পর্যায়ে দারিদ্র্য হার ছিল ২৪.৩। আর পল্লি এলাকায় ২৬.৪ শতাংশ এবং শহরাঞ্চলে ১৮.৯ শতাংশ ছিল এ হার।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. মো. কাউছার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/এন/এমকে