সাতক্ষীরায় প্রার্থীদের সঙ্গে রির্টানিং কর্মকর্তার মতবিনিময়

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৩

সাতক্ষীরা জেলার ৪টি সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে জেলা রির্টানিং কর্মকর্তার মতবিনিময় সভা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের  কার্যালয়ে সভাটি হয়  

সভায় নির্বাচনী আচরণ বিধিমালা অবহিতকরণ প্রতিপালন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। সেই সঙ্গে নির্বাচনী আচরণ মেনে প্রচার-প্রচারনা চালানোসহ সহিংসতা পরিহার করে সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে সবার প্রতি আহবান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন- সাতক্ষীরা২আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামান আশু, স্বতন্ত্র প্রার্থী আফসার আলী, সাতক্ষীরা আসনের জাতীয় পার্টির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, স্বতন্ত্র প্রার্থী শেখ নুরুল ইসলাম ও সরদার মুজিব, সাতক্ষীরা আসনের আওয়ামী লীগের প্রার্থী আতাউল হক দোলন, বিএনএম প্রার্থী গোলাম রেজা, জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম প্রমুখ।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর