স্বাস্থ্যবিধি মানলে লকডাউনের প্রয়োজন হবে না

১৯ মার্চ ২০২১

স্বাস্থ্যবিধি মেনে চললে লকডাউনের প্রয়োজন হবে না।তবে প্রয়োজনে সারাদেশ লকডাউন করতে
সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (১৮ মার্চ) সাংবাদিকদের প্রশ্নের জবাবে
এই কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে
সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউনের বিষয়ে সরকারের সব সংস্থা মিলেই বসে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত
এখনও হয়নি। আমরা সরকারকে পরামর্শ দিয়েছি, এখন সরকার সেটা ভেবেচিন্তে পদক্ষেপ নেবে।
মন্ত্রী জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে আমাদের। স্বাস্থ্যবিধি মেনে চলার
জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভিন্ন জেলায় নির্দেশনা দিয়েছি । হাসপাতালগুলো আমরা প্রস্তুত
করছি। যদি আমরা সবাই নিয়ম মেনে চলি, তাহলে আশা করছি লকডাউনের প্রয়োজন হবে না।
অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, সেবা বিভাগের সচিব
মো. আবদুল মান্নান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার,
ইইউ ফান্ডেড প্রিজম প্রোজেক্টরের টিম লিডার আলী সাবেত এবং এজিডব্লিউবির সভাপতি
মৌসুমী ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমকে


মন্তব্য
জেলার খবর