গত ২৮ অক্টোবরের পর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৩ হাজার ৪৬০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আর গত ১৬ সপ্তাহে দলের এক হাজার ৪৮২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। সংবাদ সম্মেলন থেকে সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির অসহযোগ আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে জানান হয়, ২৮ অক্টোবরের পর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৬৮৪টি মামলা হয়েছে। আগামী ৭ জানুয়ারির ভোট বর্জনের ঘোষণা দেওয়া হয়। তাছাড়া আগামী ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ দেশের সব আদালত বর্জনের ঘোষণা দেওয়া। আদালত বর্জন সংক্রান্ত চিঠি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রধান বিচারপতিসহ সব বিচারকের কাছে বিএনপিপন্থি আইনজীবীরা হস্তান্তর করবে বলে জানানো হয়।
বিডি২৪অনলাইন/আরডি/এমকে