মন্তব্য
সাতক্ষীরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সরদার মুজিব তালা উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (২৭ডিসেম্বর) সন্ধ্যায় পাটকেলঘাটা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়। সভায় পাটকেলঘাটা প্রেসক্লাব সভাপতি শেখ জহুরুল হক সভাপতিত্ব করেন।
স্বতন্ত্র প্রার্থী সরদার মুজিব বলেন, দেশ বিরোধীরা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আপনারা কেউ ভীত হবেন না, সরকার নিরপেক্ষ নির্বাচন করতে চায়। তিনি তালা-কলারোয়াকে অশান্ত পরিবেশ থেকে বাঁচাতে দলমত নির্বিশেষে তার প্রতিক দোলনায় ভোট দেওয়ার আহ্বান জানান।
বিডি/কিশোর কুমার/সি/এমকে