ঋণ করে সংসার চালাচ্ছে প্রায় ৩৭ শতাংশ মানুষ

নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২৩

মূল্যস্ফীতির লাগাম টেনে ধরে রাখা যাচ্ছে না। এর চাপে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। ছয় বছরের ব্যবধানে দেশের প্রতিটি পরিবারের মাসিক ব্যয় দ্বিগুণ হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষকে ঋণ করে সংসার চালাতে হচ্ছে। জাতীয় পর্যায়ে পরিবার প্রতি গড় ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৩ হাজার ৯৮০ টাকা। ঋণগ্রস্ত পরিবার হিসেবে অঙ্ক আরও অনেক বেশি। মাসিক ব্যয় দ্বিগুন, কারণসহ ঋণ করে সংসার চালানো এবং পরিবার প্রতি গড় ঋণ সংক্রান্ত তথ্য উঠে এসেছে হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেনডিচার সার্ভের (এইচআইইএস- ২০২২) চূড়ান্ত প্রতিবেদনে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ প্রতিবেদন তৈরি করেছে। এতে গত ১২ মাসে পরিবারপ্রতি গড় ঋণের হিসাব স্থান পেয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) ঢাকার আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনের অডিটোরিয়ামে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, গ্রামের তুলনায় শহরের মানুষকে বেশি ঋণ করতে হচ্ছে। শহর এলাকায় পরিবার প্রতি গড় ঋণের পরিমাণ ১ লাখ ৩৭ হাজার ৪৫৬ টাকা। ২০১৬ সালে এর পরিমাণ ছিল অর্ধেকেরও কম, ৫৯ হাজার ৭২৮ টাকা। সে হিসাবে ছয় বছরে শহরের পরিবারগুলোতে ঋণ বেড়েছে ১৩০ দশমিক ১০ শতাংশ।

অন্যদিকে গ্রামাঞ্চলে প্রতি পরিবার ঋণ নিয়েছে ৪৪ হাজার ৪১১ টাকা। ২০১৬ সালে এ ঋণের পরিমাণ ছিল ৩১ হাজার ৩৩২ টাকা। ছয় বছরে গ্রামের পরিবারগুলোর ঋণ বেড়েছে ৪১ দশমিক ৭৪ শতাংশ। সেই হিসাবে গ্রামের পরিবারগুলোর চেয়ে তিনগুণ বেশি ঋণ আছে শহরের পরিবারগুলোর।

প্রতিবেদনে মাসিক আয়-ব্যয় ও সঞ্চয়ের হিসাবও তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, পরিবার প্রতি মাসে গড় আয় সাড়ে ৩২ হাজার টাকা। বিপরীতে গড় ব্যয় সাড়ে ৩১ হাজার টাকা। সে হিসাবে মাসে এক হাজার টাকার মতো সঞ্চয় করতে পারছে একটি পরিবার।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএস মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম মান্নান। উপস্থিত ছিলেন ব্র্যাকের চেয়ারম্যান . হোসেন জিল্লুর রহমান, পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব . শাহনাজ আরেফিন এনডিসি, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য . মো. কাউছার আহমেদ প্রমুখ। মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মহিউদ্দিন আহমেদ এমপিএইচ।

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর