চাটমোহরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত-৭

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৩

পাবনার চাটমোহরে সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে যাত্রাবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের ৭ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশু আছে। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার পরপর  চক উথুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো- একই উপজলোর মহেষপুর গ্রামের আকতার হোসেন, মাহামুদ আলী, মাহামুদ আলীর ৫ সন্তান- রিনা খাতুন, রিজন, মাহাফুজা, জান্নাতি ও হাসমত। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, মাহামুদ আলী তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আত্মীয় বাড়ি থেকে ভ্যানে নিজ বাড়িতে ফিরছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বিক্ষুব্ধ জনতা চালকসহ ট্রাকটি আটক করে। পরে পুলিশ ট্রাকটি থানায় নিয়ে আসে।

চাটমোহর থানার ওসি মো.সেলিম রেজা বলছেন, এ দুর্ঘটনায় কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর