দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনে সংসদ সদস্য (এমপি) পদে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চারজনকে চেনেন না সাধারণ ভোটারা। তাছাড়া ভোটের মাঠেও তাদের নির্বাচনী প্রচার-প্রচারণা চোখে পড়ছে না বলে জানিয়েছেন ভোটাররা।
এ আসনের প্রতিদ্বন্দ্বি ৬ প্রার্থী হলেন- আওয়ামী লীগের গালিবুর রহমান শরীফ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব বিশ্বাস (ঈগল মার্কা), জাতীয় পার্টির মো. রেজাউল করিম (লাঙ্গল), কৃষক শ্রমিক জনতা লীগের মো. আতাউল হাসান (গামছা), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক (মশাল) ও ন্যাশনাল পিপলস পার্টির মো. মনছুর রহমান (আম)।
এলাকাবাসী বলছেন, সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলপূত্র গালিবুর রহমান শরীফ ও আওয়ামী লীগ নেতা পাঞ্জাব বিশ্বাস (ঈগল মার্কা) ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। নির্বাচনী মাঠে তাদের পোস্টার যেমন চোখে পড়ছে, তেমনি প্রচারণার মাইকিং শোনা যাচ্ছে। বাকি প্রার্থীদের খবর নেই। এলাকায় লোকজন তাদের দেখা তো দুরের কথা, তাদের কোনো পোস্টারও এলাকায় দেখা যাচ্ছে না।
বিডি২৪অনলাইন/ এএইচ/সি/এমকে