বড়দিন উপলক্ষে ফুটবল সুপারস্টার নেইমার জুনিয়র ক্রুজশিপে তিন দিনব্যাপী পার্টির আয়োজন করেছেন। এজন্য জন্মস্থান ব্রাজিলের সান্তোস থেকে তার জাহাজ পাল তুলেছে। পরিবার ও কাছের বন্ধুরা আছেন এ প্রমোদতরীতে। হাজারও যাত্রী নিয়ে রিও ডি জেনেইরোর দক্ষিণ পাশে ভ্রমণ করছে এ ক্রুজশিপ। এ ভ্রমণের সঙ্গী হতে বড় অঙ্কের মূল্যে টিকিট কাটতে হয়েছে পর্যটকদের। জাহাজটি মাঝে ৭২ ঘণ্টা আটলান্টিক মহাসাগরেও অবস্থান করবে। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ২৬ ডিসেম্বর সান্তোস থেকে যাত্রা শুরু করেছে এমএসসি কোম্পানি এ ক্রুজশিপ। টিকিট কাটা ভ্রমণেচ্ছুদের এক হাজার থেকে সর্বোচ্চ ছয় হাজার (প্রায় ৭ লাখ ৩২ হাজার টাকা) ইউরো গুনতে হয়েছে। তিন দিন ও তিন রাতের এ ভ্রমণে রাখা হয়েছে বিনোদনের সব ব্যবস্থা। ৭২ ঘণ্টা ‘ননস্টপ’ বিনোদনের প্রমোদতরীতে রয়েছে ক্যাসিনো, কনসার্ট, বিশেষ স্টোর, বোলিং, গেমিং রুম, ফোর-ডি সিনেমা, একটি ওয়াটার পার্ক, জিম, স্পা, থিয়েটার চশমা। বোর্ডে উপভোগ করতে রাখা হয়েছে বিশ্বের সেরা খাবার। প্রমোদতরীতে হচ্ছে তিন পার্টিতে ব্রাজিলের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা অংশ নিচ্ছেন।
বিডি২৪অনলাইন/এস/এমকে