প্রকাশ্যে হুমকি দিচ্ছে বিএনপি

১৯ মার্চ ২০২১

বিএনপি নেতাদের কেউ কেউ বক্তব্যের নামে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের ব্রিফিংকালে এই অভিযোগ
করেন।
ওবায়দুল কাদের বলেন, রাজশাহীতে তাদের এক নেতা আরেকটি ১৫ আগস্ট ঘটানোর হুমকি
দিচ্ছেন। বিএনপির কাছে জানতে চেয়েছিলাম- এই বক্তব্য দলীয় কিনা? কিন্তু বিএনপি নেতারা
জবাব না দিয়ে মৌন থেকে প্রকারান্তরে দলীয় সমর্থনের বিষয়টিই স্পষ্ট করছেন। প্রধানমন্ত্রী শেখ
হাসিনাকে প্রকাশ্য হত্যার হুমকি বিএনপির ফ্যাসিবাদী রাজনৈতিক চরিত্রেরই বহির্প্রকাশ।
সুনামগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দির ভাঙচুর-লুটপাটের ঘটনা প্রসঙ্গে ওবায়দুল
কাদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগে এই ধরনের অনভিপ্রেত ঘটনায়
আমরা সত্যি দুঃখিত। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। যারাই জড়িত কাউকে
ছাড় দেওয়া হবে না।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদি বিজেপি
নেতা হিসেবে নন, তিনি বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে।
এমকে


মন্তব্য
জেলার খবর