দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠের জন্য ৮ বিভাগে আরও ১ হাজার ৯০৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের দুদিন আগে থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত তাদের প্রয়োজনের কথা চিঠিতে জানিয়েছে ইসি।
ইসির চিঠিতে বলা হয়, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের পাশাপাশি ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ৫ দিনের জন্য নির্বাচনী এলাকার সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিযুক্ত প্রয়োজন। চিঠিতে আরও বলা হয়, ৮ বিভাগে ইতোমধ্যেই ১ হাজার ১৬২ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন। আচরণবিধি প্রতিপালনের জন্য মোবাইল কোর্টে নিয়োজিত আছেন ৭৫৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
এ ১ হাজার ৯০৪ জনের মধ্যে বিভাগ ভিত্তিক ঢাকায় ৩৮৮ জন, ময়মনসিংহে ১২৬ জন, চট্টগ্রামে ৩৭৬ জন, সিলেটে ১৪৪ জন, রাজশাহীতে ২১৯ জন, বরিশালে ১৮৬ জন, খুলনায় ১৮৩ জন ও রংপুরে ২৮২ জনের চাহিদা দিয়েছে ইসি।
বিডি২৪অনলাইন/এন/এমকে