সাতক্ষীরায় এমপি প্রার্থী রেজাকে অবাঞ্ছিত ঘোষণা

সাতক্ষীরা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা- আসনের নোঙ্গর প্রতিকের প্রার্থী গোলাম রেজাকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। স্থানীয় মুক্তিযোদ্ধা সংগঠন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)  উপজেলার চৌরাস্তার মোড়ে মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,  জি, এম  ওসমান গনী, জিয়াদ আলী, আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধার সন্তান মনিরুজ্জামান ডলার, মো. ফারুক হোসেন  সবুজ  রাজ প্রমুখ।

বক্তারা বলেন, নোঙ্গর প্রতিকের প্রার্থী এইচ.এম গোলাম রেজা বিভিন্ন নির্বাচনী জনসভায় সংগঠক আমাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় গোলাম রেজাকে  অবাঞ্ছিত ঘোষণা করা হলো। একই সাথে  শ্যামনগর ত্যাগ না করলে  মুক্তিযোদ্ধা সংগঠন তার বিরুদ্ধে কঠোর কর্মসূচী গ্রহণ করবে বলে হুশিয়ারি দেন তারা

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর