মন্তব্য
null
পাবনার চাটমোহরে জহুরুল ইসলাম নামের কৃষকলীগের এক নেতাকে মারধর করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে ধানকুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জমি-জমা নিয়ে পূর্ববিরোধের জের ধরে তাকে মারধর করা হয় বলে জানিয়েছে পুলিশ।
জহুরুল ইসলাম উপজেলা কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ধানকুনিয়া এলাকার তায়েজ উদ্দিনের ছেলে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, ঘটনার আগে নিজের বাড়ি থেকে বাজারে যাচ্ছিল জহুরুল ইসলাম। পথে তাকে মারধর করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় সটকে পড়ে মারধরের সঙ্গে জড়িতরা। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি বলে জানিয়েছেন চাটমোহর থানার অফিসার-ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা।
বিডি২৪অনলাইন/সি/এমকে