দুই নারীর কাছে থেকে নগদ ২ লাখ টাকায় ২ হাজার পিসের কিছু বেশি রুপার কয়েন কিনে প্রতারিত হয়েছেন দুই ব্যবসায়ী। কয়েনের বস্তা খুলে ভেতরে পেয়েছেন কাঁচের টুকরা আর বালু। বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) সকালে ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহরের বেজপাড়া গ্রামে। এলাকাবাসী সূত্রে এ তথ্য জানা গেছে।
ভুক্তভোগীরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শিমলা গ্রামের বাসিন্দা রনি কর্মকার ও আলিগ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন শেখ। অভিযুক্ত দুই মহিলার পরিচয় পাওয়া না গেলেও কয়েনের সন্ধানদাতার নাম জানা গেছে। তার নাম সাহেদ আলী, বাড়ি শাহপুর এলাকায়।
জানা গেছে, বেশ কিছুদিন আগে সাহেদ আলীর সঙ্গে পরিচয় হয় ওই দুই ব্যবসায়ীর। সাহেদ আলীর কাছে থেকেই ২ হাজার পিস রুপার কয়েন বিক্রির খবর পান তারা। এরপর ওই দুই নারীর সঙ্গে দেখা করেন ও কয়েনের দাম ঠিকঠাক করেন। তাদের সতর্ক করা হয়, গোপনীয়তার সঙ্গে কয়েকগুলো লেনদেন করতে হবে।
এদিকে পূর্ব কথা মতো
কয়েন নেওয়ার জন্য ওই দুই
ব্যবসায়ী বৃহস্পতিবার (২৮
ডিসেম্বর) সকালে
বেজপাড়া গ্রামে আসেন। সেখানে বস্তাজাত কয়েন হাতবদল
হয়। বিক্রেতা দুই নারীকে কয়েনের দাম নগদ মিটিয়ে দেওয়া হয়। এরপর গোপনীয়তা মেনে তারা ঘটনাস্থল
ত্যাগ করেন।
ওদিকে কিছু পথ যাওয়ার পরে সন্দেহ থেকে বস্তা খোলেন দুই ব্যবসায়ী। এরপর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন তারা, দেখেন বস্তাটি কাচের টুকরা আর বালু দিয়ে ভরা। বস্তায় একটা রুপার কয়েনও নেই। প্রতারণা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ওই দুই নারীর সন্ধান শুরু করেন তারা। এরপরই ঘটনা জানাজানি হয়। তাদের আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/সি/এমকে