এক মাসে ২ বিলিয়ন ডলার বেড়েছে রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২৩

এক মাসের ব্যবধানে দেশে বৈদেশিক মূদ্রার রিজার্ভ বেড়েছে দুই বিলিয়ন ডলারের বেশি। বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িযেছে ২১ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে। আইএমএফসহ আর্থিক সহযোগী সংস্থার ঋণ সহায়তার পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ বাড়ায় রিজার্ভ বেড়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনের রিজার্ভ বৃদ্ধির তথ্য পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, ২৭ ডিসেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ ২৬ দশমিক ৮২ বিলিয়ন ডলার। অথচ গত ২৯ নভেম্বর গ্রস রিজার্ভ ছিল ২৫ দশমিক ০২ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্তানুযায়ী বিপিএম- ম্যানুয়াল অনুযায়ী ২৭ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়ায় ২১ দশমিক ৪৪ বিলিয়ন। এর আগের মাসে ছিল ১৯ দশমিক ৪০ বিলিয়ন ডলার। সেই হিসাবে এক মাসে রিজার্ভ বেড়েছে ২ দশমিক ০৪ বিলিয়ন ডলার।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর