প্রশাসনের ওপর প্রার্থীদের আস্থা আছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২৩

প্রশাসনের ওপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের আস্থা আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বলেছেন, শাসক দলের সবাই আচরণবিধি ভাঙছে, এটা আমি স্বীকার করি না। খুব বেশি অভিযোগ আমরা পাইনি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে বিষয়টি জানান সিইসি। এর আগে  সিইসির সঙ্গে বৈঠক করেন মানবাধিকার কমিশনের আট সদস্যের একটি প্রতিনিধি দল।

সিইসি বলেন- নির্বাচনের মাঠে আমরা ঘুরেছি। প্রার্থী-প্রশাসনের সাথে কথা বলেছি। কিছু কিছু ক্ষেত্রে সহিংসতা, ধাওয়া-পাল্টা ধাওয়া পোস্টার ছেঁড়া হয়েছে। সহিংসতা একেবারেই হয়নি, সেটি বলছি না। তিনি জানান, প্রশাসনকে  বলা হয়েছে- তারা যেন কঠোরভাবে সহিংসতা আচরণবিধি নিয়ন্ত্রণ করেন। ভোটের দিন যেন একটি সহজ-স্বাভাবিক পরিস্থিতি থাকে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর