মন্তব্য
দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট পর্যবেক্ষণ করবেন দেশীয় ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষক। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষণ সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক এ নির্বাচনের ভোট পর্যবেক্ষণ করবেন। বিষয়টি সব রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে