দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেক চক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেছেন, নির্বাচনী পরিবেশটা যেন সুন্দর থাকে; উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, সেদিকে সবাই খেয়াল রাখবেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ছয় জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি ভাষণ প্রদানকালে এসব কথা বলেন। ঢাকার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে জনসভায় ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি। জেলা ৬টি হচেছ- জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, চাঁদপুর ও বান্দরবান।
শেখ হাসিনা বলেন, বিএনপি সন্ত্রাসী, জামায়াত যুদ্ধাপরাধীদের দল। এরা নির্বাচনে না এলে ভোট অংশগ্রহণমূলক হবে না, এটা আমরা বিশ্বাস করি না। ভোটারদের অংশগ্রহণেই নির্বাচন অংশগ্রহণমূলক হয়ে যাবে। দেশের চলমান উন্নয়ন কেবল আওয়ামী লীগ ক্ষমতায় এলেই অব্যাহত রাখতে পারবে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।
শেখ হাসিনা আরও বলেন, উন্মুক্ত নির্বাচন করতে দিয়েছি। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন; জনগণ যাকে চাইবে, তাকেই মেনে নিবেন সবাই। এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার সব প্রার্থীকে পড়ে নেওয়ার পাশাপাশি সে মোতাবেক ভোট চাওয়ার নির্দেশনা দেন তিনি। জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ আবারও মানুষের সেবা করার সুযোগ পাবে বলে প্রত্যাশা করেন আওয়ামী লীগ সভাপতি।
বিডি২৪অনলাইন/আরডি/এমকে