নিউজিল্যান্ডের
মাটিতে স্বাগতিকদরে বিপক্ষে প্রথমবারের মতো জয় পায় বাংলাদেশ। এবার দ্বিতীয়
ম্যাচ জিততে পারলে সৃষ্টি হবে আরেকটি নতুন রেকর্ড। জিতলে এটা হবে নিউজিল্যান্ডের
মাটিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজ জয়ের ইতিহাস।
শুক্রবার (২৯ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ সময় সোয়া বারোটায় সিরিজের দ্বিতীয় ম্যাচে কিউদের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে টাইগারদের। যদিও আগের দিন থেকেই বৃষ্টি হচ্ছে মাউন্ট মঙ্গানুইয়ে। বৃষ্টি না থামলে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা আছে।
এদিকে ম্যাচের আগের দিন কোনো অনুশীলন করেননি শান্ত-মিরাজরা। এদিন নেপিয়ার থেকে বে ওভালে গিয়েছে টাইগাররা। অনুশীলন না করলেও ম্যাচের প্রস্তুতিতে কোনো ঘাটতি দেখছেন না টাইগারদের সহকারী কোচ নিক পোথাস। তার মতে সবসময় ম্যাচের আগে প্রস্তুতি নিতেই হবে এমন নয়।
গণমাধ্যমের খবর অনুযায়ী পোথাস জানিয়েছেন, বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। ছেলেদের আগের উদ্যম নিয়েই নামতে হবে। আমরা অবশ্যই সেরা ফলাফলটা পেতে চাই।
বিডি২৪অনলাইন/এস/এমকে