মন্তব্য
রাজধানী ঢাকাসহ সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবে তারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে তারা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমক এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। তার দেওয়া তথ্যমতে, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’এর আওতায় কাজ করবে বিজিবি। এদিকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে ৩ জানুয়ারি মাঠে নামবে সশস্ত্র বাহিনী।
বিডি২৪অনলাইন/এন/এমকে