দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মারা গেছেন। শুক্রবার ( ২৯ ডিসেম্বর) ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
রিটার্নিং কর্মকর্তার যাচাইবাছাইয়ে তার মনোনয়নপপত্র বাতিল হয়। এরপর হাইকোর্টে রিটের মাধ্যমে প্রার্থীতা ফেরত পেয়েছিলেন তিনি। প্রার্থীতা ফিরে পেতে ঢাকায় অবস্থানকালে ২৭ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হন। এরপর ঢাকার ওই হাসপাতালে ভর্তি ছিলেন আমিনুল হক।
আমিনুল হক ধামইরহাট উপজেলার লক্ষনপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে, নজিপুর পৌরসভার সাবেক মেয়র ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন তিনি।
উল্লেখ্য, ধামইরহাট-পত্নীতলা মিলে নির্বাচনী এ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টির প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের এক নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি২৪অনলাইন/সি/এমকে