সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় আহত-১০

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৩

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বাস ট্রাকের সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ত্রিশ মাইল পেট্রোল পাম্পের পাশে  দূর্ঘটনা ঘটে।

তাৎক্ষনিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে সাতজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ও বাকিদের পার্শ্ববর্তী বেসরকারি ক্লিনিকে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তারা।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা।  প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে যাত্রীবাহী একটি বাস সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথে ত্রিশ মাইল  পেট্রোল পাম্পের কাছাকাছি পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি খাদে পড়ে   বাসের ১০ যাত্রী আহত হয়।

পরে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠায়। পাটকেলঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর ছবুর জানান, বিস্তারিত পরে জানানো হবে।

 

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর