দেশের স্বার্থে ৭ জানুয়ারি পরিবারকে সময় দেওয়ার আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২৩

দেশের স্বার্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট না দিয়ে ভোটের দিন বাড়িতে থেকে পরিবার-পরিজনকে সময় দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

বুধবার (২৯ ডিসেম্বর) ঢাকায় গুলশানে সিটি করপোরেশন মার্কেটে নির্বাচনবিরোধী লিফলেট বিতরণকালে এ আহ্বান জানান বিএপর নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন সুলতানা দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির পক্ষ থেকে সেখানে লিফলেট বিতরণ করেন।

বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন সুলতানা বলেন, আমরা জানুয়ারির ভোট বর্জন করেছি। আপনারাও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ভোটের দিন বাড়িতে থেকে পরিবার-পরিজনকে সময় দেবেন।

সেলিমা রহমান বলেন, দেশের স্বাধীনতা চলে যাচ্ছে, এটাই মনে রাখবেন। ৪০ জন দিয়েছে ভারতের প্রার্থী। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আমারা, আর ভারতের প্রার্থী! একটা স্বাধীন রাষ্ট্রে এগুলো হয়? আপনারা মুখ খোলেন।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর