যত বাধাই আসুক আমি সোনার বাংলা গড়তে চাই: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২৩

আওয়ামী লীগ সরকারে আসলে দেশ সামনের দিকে এগিয়ে যায় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দৃঢ়তার সঙ্গে বলেছেন, যত বাধাই আসুক না কেন আমি সোনার বাংলা গড়তে চাই।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ৭ জানুয়ারি সকাল ৮টায় ভোটকেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা এ সময় বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা সন্ত্রাস-জঙ্গিবাদ করে মানুষকে অত্যাচার করছে, অত্যাচার করে নিজেদের ভাগ্য গড়েছে। আর নিজেদের ভাগ্য গড়তেই ক্ষমতায় যেতে চায় তারা।

শেখ হাসিনা আরও বলেন, আওয়ামী লীগ সরকারই দেশকে দরিদ্রতা মুক্ত করেছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। আগে মানুষ এক বেলা খেতে পারতো, এখন তিন বেলা খেতে পারছে। সারাদেশ বিনা পয়সায় বই দিচ্ছি। সামাজিক নিরাপত্তা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা দিয়েছি। কৃষক এখন ১০ টাকায় ব্যাংক একাউন্ট খুলতে পারে। তাদের পিছনে ২৫ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছি।

আওয়ামী লীগ সভাপতি জানান, তার সরকার আবারো ক্ষমতায় এলে দেশে একটা মানুষও দরিদ্র থাকবে না। বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।

জনসভায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি বরিশাল আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ সভাপতিত্ব করেন। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, উপদেষ্টা মণ্ডলির সদস্য আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন, মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী রেজাউল করিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, আওয়ামী-যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে

 


মন্তব্য
জেলার খবর