বাবার বাড়ি বেড়াতে এসে কিশোরী বয়সী নববধূর আত্মহত্যা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৩

স্বামীর সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে এসে মীম খাতুন নামে কিশোরী বয়সী এক নববধূ আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে হরিপুর ইউনিয়নের মস্তালীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মীম খাতুন (১৪) মস্তালীপুর গ্রামের বাসিন্দা মনিরুজ্জামানের মেয়ে। মাত্র ৭দিন আগে, গত ২২ ডিসেম্বর পাবনা সদরের আতিকুর রহমান আতিকের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার। এ বিয়েতে তার মত ছিল না। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২৮ ডিসেম্বর দুপুরের দিকে শ্বশুর বাড়ি থেকে  স্বামীকে নিয়ে বাবার বাড়িতে আসে মীম খাতুন।  সন্ধ্যার পরে তার স্বামী নামাজের জন্য মসজিদে যায়। এ সময় মীম তার শোবার ঘরে ছিল।

এদিকে রাতে সাড়ে সাতটার দিকে সেই ঘরে যায় মীমের মা। এ সময় তিনি দেখেন- গলায় ওড়না পেঁচানো মীম ডাবের সঙ্গে ঝুলছে। তখন তিনি চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। এরপর মীমকে ঝুলন্ত অবস্থা থেকে নামানো হয়। পরে পুলিশ গিয়ে লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।  এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি বলে জানিয়েছেন চাটমোহর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সেলিম রেজা। 




বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর